উইন্ডোজ মুভি-মেকার ব্যবহার করতে পারছিনা- সমাধান দিন (comment)

উইন্ডোজ মুভি-মেকার ব্যবহার করতে পারছিনা- সমাধান দিন

৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৯

গতটার্মের পরীক্ষার সময রুমমেট পড়তে পড়তে কলম হাতে নিয়ে ঘুমিয়ে পড়েছিলো । সে এক অদ্ভূত দৃশ্য ;)। দেখে মনে হচ্ছিলো সে কিছু একটা লিখছে । চোখে চশমা থাকার কারনে বোঝা যাচ্ছিলো না ;) 

আমি গোসল করে রুমে এসে দেখি ব্যাপারটা । চুপচাপ অন্য রুমমেটের মোবাইলটা নিয়ে বেশ কিছু ছবি তুলে ফেলি B-) ছবিগুলো দিয়ে মুভি মেকার দিয়ে মিনিট দুয়েকের একটা গানের সাথে এড করে দেই । দারুন মজা হয়েছিলো । 

মুভিমেকার দিয়ে মজার মজার কাজ করা যায় । আমার খুব প্রিয় একটা ফিচার । কবে ঠিক মনে নেই, হঠাত করেই অপশনটা কাজ করছে না /:)ওপেন করতে গেলে বলে , আনস্পেসিফাইড এরর X(( প্রিন্ট স্ক্রীণ দিলাম । 

নতুন করে সেটআপ দেয়ার পরে দুচারবার কাজ করে । এরপর আবার একই সমস্যা...

কি করা যায় ?

কম্পিউটার গ্রুপে প্রকাশিত... 



মন্তব্য ১৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৪৩
বিবেক সত্যি বলেছেন: সি-ড্রাইভ থেকে টেম্পোরারি ফাইল শুধু ডিলিট করি নিয়মিত । সেটআপ দেয়ার পরেও কি ভাইরাস থাকে ? ফরম্যাট হয়ে যায়না ?
১ ।৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৩২
কতবতবকতকত বলেছেন: notun korey setup bolte ki bujhate cheyesen? windows setup? most probably ata windows er prob, tahole windows notun kore setup korar poreo jhamela korar kotha na. apni ki kono anti virus ba pc booster type program run koren? kore thakle ogulo uninstall korey ekbar try kore dekte paren. tateo jodi kaj na hoi 'system restore' kore dekte paren, ateo kaj na hole sesh barer moto arekbar notun kore windows format korte paren, er poreo jodi eki problem hoi tobe bujte hobe apnar windows er CD ba backup copy te problem ase. so change that n try again. money rakben , pc theke kono file del korar somoy ottonto sotorko thakben, apato dristite ta jotoi junk file mone hok na keno. ar expert na hole vuleo registry te dhukben na. vuleo na.
২ ।৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৫৩
পলাশমিঞা বলেছেন: না। ভাইরাসত তাই নতুন করে ইনস্টল করতে হয়। আমি প্রায় করি। আমার কাছে সিডি আছে। তাই বেচেছি। নতুবা ফকির হয়ে যেতাম। ভাইরাস ঢুকে গেলে anti virus কাজ করেনা। নতুন করে সব ইনস্টল করতে হবে অথবা ডাক্তারখানায় নিয়ে যেতে হবে মান কত টাকা লাগবে আমি জানিনা। আমার ৫০ পাউন্ড লাগে। তিনবার দিলে নতুন একটা কিনা যায়। কাছে হলে সিডি নিয়ে আসতাম। মাত্র দশ পাউন্ড দিয়ে ভাগ্যগুণে কিনেছিলাম।
৩১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:১৯
বিবেক সত্যি বলেছেন: তাহলে এন্টিভাইরাসের কাজটা কি ? সে যদি ভাইরাস ঠেকাতেই না পরবে তো তাকে দিয়ে আমার কি দরকার বলেন তো ?
৩ ।৩১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:০০
বিবেক সত্যি বলেছেন: হ্যা,উইন্ডোজ সেটাপ । ধন্যবাদ আপনাকে । সিডিতে সমস্যা থাকলে আগে কিভাবে চলতো বুঝতে পারছিনা ।
৩১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:০৫
বিবেক সত্যি বলেছেন: @কতবতবকতকত
৪ ।৩১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:০৭
শাওন বলেছেন: মুছে গেছে । :( নিজে নিজে ডিলিট মারছেন নাকি ?
৩১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:১৬
বিবেক সত্যি বলেছেন: না না না না না না না না ... :)
৫ ।৩১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:১৮
শাওন বলেছেন: তাইলে যে বন্ধুদের নিয়ে ঐসব করছেন তারা করে দিছে ;)
৩১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:২৫
বিবেক সত্যি বলেছেন: হা হা হা.. আরে নাহ, ও ওইটা অনেক পসনদো করসে । নিজের উদ্যোগে তার সার্কেলে প্রচার চালিয়েছে ওটার B-)B-)
৬ ।৩১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:২৮
শাওন বলেছেন: তাইলে বার্ড ফ্লু ভাইরাস । মাথা আউলা হয়ে গেছে পিসির । আগুন দিয়া জ্বালায় দেন ।
৩১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৪০
বিবেক সত্যি বলেছেন: হু কইছে একখান কথা.. এইখান কিনার সময় ৫০০ টাকা ধার করতে হইছে একজনের কাছ থিকা । পিসি কেনার পুরো খরচ সুদে আসলে B-) উসুল না করাতক এরে আমি ছাড়তেছি না, সে বার্ড ফ্লু হোউক আর ম্যাড কাউ হোউক...
৭ ।০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০৫
ত্রিভুজ বলেছেন: একটা সমাধান দিলাম গ্রুপে... (মূল পাতায় সমাধান দেয়া না হইবেক..) মুহাহাহাহা... Click This Link : )
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪০
বিবেক সত্যি বলেছেন: অবশ্যই ঠিকাছে ;) কিন্তু দৈত্যহাসিটা ভালো হইছে :) যাই দেখে আসি ...

আপনার মন্তব্য লিখুনঃ

No comments:

Post a Comment