রাসূলুল্লাহ (সাঃ) হাস্য-রসিকতা ও করতেন
১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৬
নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ) সদা হাসিমুখ ছিলেন।
তিনি এমন অকৃতিম রসিকতা করতেন যে সাথীদের হৃদয়ে তার প্রতি গভীর ভালোবাসা বদ্ধমূল হয়ে যেত..
তিনি বলছেন , 'তোমার ভাইয়ের দিকে মুচকি হাসি নিয়ে তাকানোটাও একটা সৎ কাজ'...
শুনুন কিছু মজার ঘটনা...
তিনি এমন অকৃতিম রসিকতা করতেন যে সাথীদের হৃদয়ে তার প্রতি গভীর ভালোবাসা বদ্ধমূল হয়ে যেত..
তিনি বলছেন , 'তোমার ভাইয়ের দিকে মুচকি হাসি নিয়ে তাকানোটাও একটা সৎ কাজ'...
শুনুন কিছু মজার ঘটনা...
৩৭ টি +১২/-৩
মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন
১ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৮
বিবেক সত্যি বলেছেন: ১. একবার এক মজলিশে খেজুড় খাওয়া হলো। রাসূল (সাঃ) খেজুড়ের আঁটি বের করে আলী (রাঃ) এর সামনে রাখতে লাগলেন .. খাওয়া শেষে আঁটির স্তুপ দেখিয়ে বললেন, তুমি তো দেখছি অনেক খেজুড় খেয়েছো.. আলী (রাঃ) বললেন , আমি আঁটিসুদ্ধ খেজুড় খাইনি...
২ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৯
বিবেক সত্যি বলেছেন: ২. এক ভিক্ষুক রাসূল (সাঃ) এর কাছে সাহায্যস্বরূপ একটি উট চাইলো । নবীজি বললেন, আমি তোমাকে একটি উটনীর বাচ্চা দেবো শুনে ভিক্ষুক হতাশ হয়ে বললো , বাচ্চা উট দিয়ে আমি কি করবো.. নবীজি বললেন, প্রত্যেক উট ই কোন না কোন উটনীর বাচ্চা হয়ে থাকে
৩ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৪০
বিবেক সত্যি বলেছেন: ৩.এক বুড়ি রাসূল (সাঃ) এর কাছে এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন । আমি যেন জান্নাতে যেতে পারি.. নবীজি বললেন, কোন বুড়ি জান্নাতে যেতে পারবে না শুনে বুড়ি কাঁদতে কাঁদতে চলে যেতে লাগলো, নবীজি সাহাবীদের বলে পাঠালেন, তাকে গিয়ে বল, আল্লাহ নারীদের কে যুবতী বানিয়ে জান্নাতে পাঠাবেন
৪ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৬
তুষারমানব বলেছেন: আরও বলেন।
৫ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৭
অক্ষর বলেছেন: 100%
৬ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৯
বিবেক সত্যি বলেছেন: তিনি (সাঃ) হাস্য কৌতুকের মাধ্যমে সমাবেশে আনন্দের পরিবেশ সৃষ্টি করে ফেলতেন।তবে অবশ্যই ভারসাম্য বজায় থাকতো।। এতে কোন অন্যায়, অসত্য কথাও আসতো না আবার কেউ অট্টহাসিতেও ফেটে পড়তো না...
৭ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৫১
অক্ষর বলেছেন: এইটা কোন ধরনের মন্তব্য!!!! বিবেক ভাই ঐটা কি মুছে দেওয়া যায়?
৮ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৫১
বিবেক সত্যি বলেছেন: বেয়দব সংস্থাপকের মন্তব্য মুছে ফেলা হলো..
৯ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৫১
অদ্ভুত ভালবাসা বলেছেন: এটা কি ধরনের কথা @সংস্থাপক, তিনি একজন সম্মানীয় ব্যাক্তি। বিবেক সত্যি আমরা আরও শুনতে চাই।
১০ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৫১
সংস্থাপক বলেছেন: তিনি কি গোপাল ভাড় ছিলেন?
১১ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৫২
সাদিয়া বলেছেন: দারুন... ৫
১২ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৫২
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন: ভালো। পরের দুইটা আগেই শুনেছি। প্রথমটা শুনিনি। কিন্তু প্রথমটা মোল্লা নাসিরুদ্দিনে পড়েছিলাম। তবে কি মোল্লা নাসিরুদ্দিনেরটা নকল??? প্রথমটার সনদ উল্লেখ করুন।
১৩ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৪
অক্ষর বলেছেন: মুছে দেওয়ার জন্য ধন্যবাদ। এইটা তো সবাই দেয়, কিন্তু বলার কি হইলো?
১৪ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৪
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন: সংস্থাপককে ব্যান করা হোক।
১৫ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৪
অদ্ভুত ভালবাসা বলেছেন: হ্যা দেয় তবে এটা ত বলার কিছু হল না
১৬ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৬
বিবেক সত্যি বলেছেন: রাসূল (সাঃ) এর কথায় হৃদয় আনন্দে উদ্বেলিত হলেও সাহাবীদের মুখে কেবল মুচকি হাসি দেখা যেত, যাতে শুধু দাঁত দেখা যেত.. মুখগহবর বা কণ্ঠনালি দেখা যেত না.. মুচকি হাসি্ই হাসার সুন্নত
১৭ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৮
অদ্ভুত ভালবাসা বলেছেন: কোন ছাগলে রেটিং কমায় বইলা কমা
১৮ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:০২
বিবেক সত্যি বলেছেন: সংস্থাপক ব্যন হলো...
১৯ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:০৪
কণা বলেছেন: সংস্থাপক কে কেন ব্যান করা হবে না??? "সাম্প্রদায়িক সম্প্রীতি ধংশের বিরুদ্ধে সোচ্চার হোন! - কর্তৃপক্ষের কাছে অভিযোগ করুন!" -এস্কিমো
২০ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:০৪
বিবেক সত্যি বলেছেন: সংস্থাপক তুই দেখিস না, রসিকতা শব্দের পর 'ও' আছে..
২১ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:১১
অক্ষর বলেছেন: সংস্থাপককে আনব্যান করে দেন, যাতে তাকে সবাই চিনতে পারে, মহান ছাগল বলে এই দুনিয়ায় কেউ আছে...
২২ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:১২
অদ্ভুত ভালবাসা বলেছেন: এই গাঁধার বিরুদ্ধে কমপ্লেইন করা হোক
২৩ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:১৮
বিবেক সত্যি বলেছেন: হযরত আবু হুরায়রা (রাঃ) অবাক হয়ে বললেন, আপনি দেখি আমাদের সাথে রসিকতাও করেন ! রাসুল (সাঃ) বললেনঃ হ্যাঁ , তা করি। তবে আমি কোন অন্যায় ও অসত্য কথা বলিনা।
২৪ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২৪
বিবেক সত্যি বলেছেন: যাহের বা যোহায়ের নামক এক বেদুইনের সাথে রাসূল সাঃ এর সখ্য ছিলো। কখনো কখনো সে আন্তরিক আবেগ সহকারে রাসূল সাঃ কে উপহার দিত। তিনি অনেক বুঝিয়ে সুজিয়ে তাকে উপহারের দাম দিয়ে দিতেন।তিনি বলতেন, 'যাহের গ্রামে আমার প্রতিনিধি এবং আমরা শহরে তার প্রতিনিধি'
২৫ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩১
বিবেক সত্যি বলেছেন: এই যাহের একদিন বাজারে নিজের কিছু পণ্য বিক্রী করছিলো। রাসূল সাঃ পেছন থেকে চুপিসারে যেয়ে তার চোখ চেপে ধরলেন এবং বললেন, আমি কে ? বেদুইন প্রথমে তো ভ্যবাচেকা খেয়ে গেলো। পরক্ষণেই বুঝতে পেরে আনন্দের আতিশয্যে রাসূল সাঃ এর বুকের সাথে মাথা ঘষতে লাগলেন। অতঃপর রাসূল সাঃ বলতে লাগলেন, এই দাসটা কে কিনবে.... এই দাসটা কে কিনবে ?... যাহের বললেন, হে রাসুলুল্লাহ, আমার মত অকর্মণ্য দাস যে কিনবে সে ঠকবে... রাসূল সাঃ বললেন, আল্লাহর চোখে তুমি অকর্মণ্য নও...
২৬ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৬
বিবেক সত্যি বলেছেন: পরবর্তী কালের লোকেরা এধরনের রসিকতার কথা শুনে অবাক হয়ে যেত। কেননা ... একে তো ধর্মের সাথে সব সময় এক ধরনের নিরস জীবনের ধারনা যুক্ত থাকে এবং .. খোদাভীরু লোকদের কাঁদকাঁদ মুখ ও সুক্ষ্ণ মেজাজ, এটাই মানুষের সামনে উদাহরন হয়ে থাকে...
২৭ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৩
বিবেক সত্যি বলেছেন: একটি বিয়ের অনুষ্ঠানে ছোট ছোট মেয়েরা গান গাইছিলো। হযরত আমের বিন সা'দ রাঃ আপত্তি জানিয়ে বললেন, "হে রাসূলের সাহাবীগন, হে বদরের যোদ্ধাগন, তোমাদের সামনে এ সব কর্মকান্ড হচ্ছে ?" উপস্থিত সাহাবীগন জবাব দিলেন , "তোমার ইচ্ছা হলে বসে শোন, নচেত চলে যাও। আল্লাহর রসুল সাঃ আমাদের কে এর অনুমতি দিয়েছেন"।
২৮ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৫২
বিবেক সত্যি বলেছেন: রাসূল সাঃ, দৌড় ও তীর নিক্ষেপ প্রতিযোগিতার আয়োজন করতেন। এবং নিজেও পূর্ণ আগ্রহ নিয়ে শরীক হতেন। এরূপ পরিস্থিতিতে প্রচুর হাসাহাসি হত....
২৯ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৫
বিষাক্ত মানুষ বলেছেন: ধন্যবাদ @বিবেক সত্যি অনেক নতুন কিছু জানতে পারলাম। ৫
৩০ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৭
নেই মানুষ বলেছেন: জানা ছিল। ৫ ভাল লাগলো আবার পড়ে
৩১ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৭
বিবেক সত্যি বলেছেন: বিনোদনের উপায় হিসেবে রাসূল সাঃ কবিতার প্রতিও আগ্রহ দেখিয়েছেন, তবে আরবে যেভাবে কবিতার পুঁজা করা হত, তা তিনি এড়িয়ে চলতেন.. ইসলামের শত্রুরা যে সব নিন্দাসূচক কবিতা পাঠ করতো, তিনি হযরত হাসসান ও কা'ব বিন মালিক রাঃ কে দিয়ে তার জবাবে কবিতা বলাতেন তিনি বলতেন, "এ কবিতা শত্রুর বিরুদ্ধে তীরের চেয়েও কঠোর" তিনি আরও বলতেন, "মুমিন তরবারী দিয়ে যেমন জেহাদ করে , তেমনি মুখ দিয়ে ও জেহাদ করে "
৩২ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০০
কণা বলেছেন: "মুমিন তরবারী দিয়ে যেমন জেহাদ করে , তেমনি মুখ দিয়ে ও জেহাদ করে " এই কথাটা পছন্দ হয়েছে ।
৩৩ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০৭
বিবেক সত্যি বলেছেন: সবাইকে ধন্যবাদ. যাই , ইফতারীর আয়োজন করি..
৩৪ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:১০
ধ্রূপদী বলেছেন: রাসূল(সা মানুষ ছিলেন তাই হাস্য-রসিকতাও করতেন। এটা বলার কি আছে!
৩৫ ।১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:৩৩
বিবেক সত্যি বলেছেন: @ধ্রূপদী """"কেননা ... একে তো ধর্মের সাথে সব সময় এক ধরনের নিরস জীবনের ধারনা যুক্ত থাকে এবং .. খোদাভীরু লোকদের কাঁদকাঁদ মুখ ও সুক্ষ্ণ মেজাজ, এটাই মানুষের সামনে উদাহরন হয়ে থাকে..."""" এরকম উদাহরণ ইসলামসম্মত নয়, ইসলাম একটি প্রানবন্ত-জীবন্ত জীবনব্যবস্থা...
৩৬ ।০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৯
বিবেক সত্যি বলেছেন: Click This Link
No comments:
Post a Comment