উদ্বায়ীরা উধাও হও...
০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১১:১১
সীমার হবে , বুকের পশম নিচ্ছে কেটে_
পাল্টে নেবে মুখের সাঁজ-ও মুখোশ এঁটে ।
শুধরে নিলো জমাট বাঁধা দরদ-স্নেহ,
ভীষণ তাপে গলিয়ে দিয়ে; - ঝাঁঝরা দেহ
পোকায় খাওয়া; হাঁটছে এখন শূণ্য-চোখে,
দানব হবে ; শুষ্ক-কঠোর-রুষ্ঠ-রোখে !
ইতিহাসের ছিঁড়ছে পাতা গ্রন্থ ঘেটে ..
এখন কেবল গর্জ্বে ওঠা ক্রোধে ফেঁটে !
অসম্ভবের শেকড় টেনে উপড়ে ফেলা_
রক্ত-চোখের দৃষ্টি কেড়ে পুতুল খেলা _
লোহার হাতে আগুন জ্বেলে- লালের আভা
আপোষকামীর গলায় ছুড়ে হিংস্র থাবা
সর্বহারার পিঠের কাছে দেয়াল ঠেকা
বিলীন করে হাতের তালুর ভাগ্য-রেখা _
এখন থেকে জীবন-যাপন এসিড গেলা !
থমকে দেবে সকাল-সন্ধ্যা-রাত্রী বেলা !
কোমল আলোর কবর হবে কালের পেটে -
তপ্ত-দুপুর চিড়স্থায়ী রইবে সেঁটে !
অলস ঘুমের আরাম চাঁদর কাফন হবে ,
শয্যাশায়ী এই পৃথিবীর বাইরে রবে !
পাহাড় বেয়ে শ্যাঁওলা জমা পিছল সিঁড়ি
নতুন হবে ; আগুন দেবে অগ্নি-গিরি ।
পাথর গলার এখন সময় লাভার স্রোতে ,
উদ্বায়ীরা উধাও হবে দৃশ্য হতে !!
কে আছো হে - কে আছো হে..জাগবে কবে ?
এই এখনি বদ্ধ করো মুষ্ঠি তবে !
কঠোর পায়ে ক্রুদ্ধ দানব চলছে হেঁটে...
বাগান হতে সব আগাছা ফেলবে ছেঁটে !
৭০ টি +৩৭/-০
মন্তব্য (৭০) মন্তব্য লিখুন
।০৮ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:২৮
বিবেক সত্যি বলেছেন: ...কোথাও কেউ নাই...একটু ঢেউ নাই...একটু হাসি নাই...পাতার বাঁশী নাই...কোথাও কথা নাই...চঞ্চলতা নাই...থমকে মহাকাল...ফুলিয়ে আছে গাল...রুদ্ধ অভিশাপ...কষ্ট চাপচাপ...ফোঁপায় একেলা-ই... কোথাও কেউ নাই...যে ছিলো সে-ও নাই..যে ছিলো সে-ও নাই...যে ছিলো সে- আছে... :- ) ......
১ ।০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১১:২৪
মাহমুদ রহমান বলেছেন: বাগান হতে সব আগাছা ফেলবে ছেঁটে ! ইনশাআল্লাহ...... অল্প অল্প বুঝছি, আরেকবার ট্রাই মারি......
।০৭ ই আগস্ট, ২০০৯ রাত ১২:১৩
বিবেক সত্যি বলেছেন: বুইঝেন না... এইটারে কয় "আবজাব" লেখা...
২ ।০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৪০
কণা বলেছেন: অ-নে-ক দিন পর!!!
।০৭ ই আগস্ট, ২০০৯ রাত ১২:১৪
বিবেক সত্যি বলেছেন: ক-খ-নো- না আর... !!!
৩ ।০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৪০
কণা বলেছেন: কবিতা বুঝি নাই.. আফসুস
।০৭ ই আগস্ট, ২০০৯ রাত ১২:১৮
বিবেক সত্যি বলেছেন: প্রথম আট লাইনের সারমর্ম লিখতে হবে না... তাই বুঝাইনাই :-)
৪ ।০৭ ই আগস্ট, ২০০৯ রাত ১:৩২
ত্রিভুজ বলেছেন: মাথার অল্প উপর দিয়া গেল... আরেকবার পড়তে হইবেক!
।০৮ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:৩০
বিবেক সত্যি বলেছেন: ...চেয়ারের উপর দাঁড়ায়া পড়েন... তাইলেই হয়..মাথার বেশি উপরে তো আর না .. :-)
৫ ।০৭ ই আগস্ট, ২০০৯ রাত ২:১২
মেহরাব শাহরিয়ার বলেছেন: একটু কঠিন তবে অনেক ভাল হয়েছে +
।০৮ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:৩৩
বিবেক সত্যি বলেছেন: ...থ্যাংকু... কিছু শব্দ উলট-পালট করে আরেকটু কঠিন করার চেষ্টা করবো.. :-)
৬ ।০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:২২
ইকারুস বলেছেন: "উদ্বায়ীরা উধাও হও..." কবিতাটি ব্লকবি 'বিবেক সত্যি' বিরচিত একটি রূপকাশ্রয়ী কবিতা। কবি এখানে আধুনিক পৃথিবীর অগাধ অনাচারের স্তুপ হতে প্রতিবাদী প্রজন্মের জেগে উঠার বিষয়টি বিভিন্ন রূপকের আশ্রয় নিয়ে বলতে চেয়েছেন।
।০৮ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:৪৬
বিবেক সত্যি বলেছেন: ... ১০ এ সর্বোচ্চ ৬... সারভাইবল দ্য ফিটেষ্ট টাইপের কিছু ছিলো । এই পৃথিবীতে গরু-ছাগল-তেলাপোকা-ছাড়পোকা জাতীয় শয্যাশায়ী আরামপ্রিয় মানুষদের মত আগাছাদের দূর করতে গিয়ে কেউ দানবীয় রুপ নিছে । ইতিহাসের অতীতে আমাদের সোনালী সময় ছিলো, এই টাইপের ফালতু অহংকারের পাতাগুলো ছিড়ে ফেলছে.. বর্তমানের সময় হতে মেরুদন্ডভাংগা - কোনমতে পশুরমত হলেও জীবন যাপন করতে চাওয়া অথর্বরাই হলো উদ্বায়ী বুদবুদ , বিপ্লবের লাভাস্রোতের লাল আভায় এই উদ্বায়ীরা নি:শেষ হয়ে বিলীন হয়ে যাক, এরপর যারা টিকে থাকতে পারবে, তাদের জীবনযাপন হবে সত্যিকারের মানুষের জীবন যাপন... সোজা হয়ে, বুক টানটান করে, মাথা আকাশে ঠেকিয়ে গর্বিত মানুষদের সমাহার... বিপ্লব দরকার - অপরিহার্য .. অথর্বরা বিপ্লবের ধাক্কা সহ্য করতে পারবেনা, এই অযুহাতে সময় পরিবর্তনের যুদ্ধকে থমকে দেয়ার অধিকার কারো নাই...
৭ ।০৮ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:২৬
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন: এক্কেরে নজরুলের কবিতার লাহান হইছে :p গ্রেট !! এরকম কবিতা পড়ে যখন কিচ্ছু বুঝতে পারি না তখন কবিতা খুব ভালো লাগে। :p চালিয়ে যান...
।১২ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৩৫
বিবেক সত্যি বলেছেন: নজরুলের কবিতা সবাই-ই বুঝতে পারে ! অনেক সান্তনা দিলেন, ধন্যবাদ্দ্ব !
৮ ।০৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৪
আবু সালেহ বলেছেন: আগাছগুলো বাড়ছে অতি দ্রুত বেগে তারচেয়ে বেশী করছে বিস্তার আমাদের মাঝে তুমি, আমি কেমনে করি দমন তারে??!! অনেক দিন পর জ্বলসে উঠা!! আছেন কেমন?? লিখার জন্য ++++
।১২ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৩৭
বিবেক সত্যি বলেছেন: এইতো..ভালোই আছি ... সুখে শান্তিতে আছি : ) আপনি ভালো আছেন আশা করি ... থ্যাংকস...
৯ ।১০ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৩৮
উম্মু আবদুল্লাহ বলেছেন: কত দিন পরে পোস্ট। আমার ব্লগে তো যাও টাও না, আমিই মাঝে মাঝে এসে দেখে যাই আর কি।
।১২ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৩৯
বিবেক সত্যি বলেছেন: যাইতো.. এইখানে লগিন করা হয়না তেমন..খুবই কম...
১০ ।১০ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৩০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আপনার মন্তব্য কাম্য; Click This Link
।১২ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৪১
বিবেক সত্যি বলেছেন: আপনার পোষ্ট দেখি ডিলিট খাইসে ! কোথায় যেন সেইভ করে রাখসিলাম... মনে নাই ... দেখি পাই কিনা...
১১ ।২৮ শে আগস্ট, ২০০৯ রাত ২:১২
বিবর্তনবাদী বলেছেন: খবর কি?
।২০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০০
বিবেক সত্যি বলেছেন: এইতো..ভালোই.. এদিকে আসা হয় কম.. ভালো থাকবেন...
১২ ।২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:৩৩
অপ্সরা বলেছেন: এমন মার মার কাট কাট কবিতা কেনো??
।২০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০২
বিবেক সত্যি বলেছেন: লেখকের ব্যক্তিগত জীবনের উদ্বেগ-আশঙ্কা আর দু:শ্চিন্তা থেকে এর উদ্ভব ;-)
১৩ ।১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৫১
নিহন বলেছেন: আবারো প্রিয়তে । ধন্যবাদ ভাইয়া .......
।২০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৩
বিবেক সত্যি বলেছেন: তোমার জন্য শুভেচ্ছা :-)
১৪ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৫৭
নিহন বলেছেন: কেমন আছেন ??
।২০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৬
বিবেক সত্যি বলেছেন: আল্লাহর রহমতে ভালোই আছি । তুমি ভালো থেকো...
১৫ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:১৭
চিটি (হামিদা রহমান) বলেছেন: বেশ কঠিন কেমন আছেন? অনেক দিন পর আপনাকে দেখলাম। আশাকরি ভালো আছেন?
।২০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৮
বিবেক সত্যি বলেছেন: আমার সময়টা তখন কিছু কঠিন যাচ্ছিলো.. যাচ্ছে-তাই লিখে আপার কথায় পোষ্ট করেছি... ভালো থাকুন...
১৬ ।১৯ শে মে, ২০১০ রাত ৮:৪৯
সোহায়লা রিদওয়ান বলেছেন: তুমি আর উধাও হয়োনা! তোমার লেখাগুলোকে থাকতে দাও ... ...ওদেরকে পাতালপুরিতে বন্দী করে রেখোনা! ওরা কষ্ট পায়। তোমার আপাটাও কষ্ট পায়। তার এই ব্লগটার জন্য অনেক মায়া ... ছোট ভাইয়াটার লেখাগুলো সে একটুও উদ্বায়ী দেখতে চায়না। সবুজ দিগন্ত বিস্তৃত মাঠ, বেঁকে যাওয়া পথটা, নীল আকাশ আর একলা গাছটা খুব মিস করে আপা ... ... ...
।২২ শে মে, ২০১০ সকাল ৭:৫৮
বিবেক সত্যি বলেছেন: (*_*)
১৭ ।২১ শে মে, ২০১০ রাত ৯:০১
শৈল্পিক ভাবনা বলেছেন: তুমি আর উধাও হয়োনা! তোমার লেখাগুলোকে থাকতে দাও ... ...ওদেরকে পাতালপুরিতে বন্দী করে রেখোনা! ওরা কষ্ট পায়। তোমারভাইটাও কষ্ট পায়। তার এই ব্লগটার জন্য অনেক মায়া ... ভাইয়াটার লেখাগুলো সে একটুও উদ্বায়ী দেখতে চায়না। সবুজ দিগন্ত বিস্তৃত মাঠ, বেঁকে যাওয়া পথটা, নীল আকাশ আর একলা গাছটা খুব মিস করি ... ... ...
।১১ ই জুন, ২০১০ সকাল ৭:৪৯
বিবেক সত্যি বলেছেন: :-)
১৮ ।০৮ ই জুন, ২০১০ দুপুর ২:০১
অজন্তা তাজরীন বলেছেন: ইলশেগুঁড়ি বিষ্টি আমার মন ভিজায়ে দিলো মেঘের গুরু-গম্ভীরাতেও সুখ মেশানো ছিলো বুকের মাঝে বাস্পায়িত কোমল অনুভবে অল্প কিছু কল্পকথা আজ হয়ে যাক তবে. .. sounds good! ইতিহাসের ছিঁড়ছে পাতা গ্রন্থ ঘেটে .. এখন কেবল গর্জ্বে ওঠা ক্রোধে ফেঁটে ! অসম্ভবের শেকড় টেনে উপড়ে ফেলা_ রক্ত-চোখের দৃষ্টি কেড়ে পুতুল খেলা _ বেশী বেশী ভাল লাগলো!++
।১১ ই জুন, ২০১০ সকাল ৭:৫০
বিবেক সত্যি বলেছেন: অনেক ধন্যবাদ । ভালো থাকুন সবসময়ে...
১৯ ।১১ ই জুন, ২০১০ দুপুর ১২:২০
নস্টালজিক বলেছেন: গুড ওয়ান! ভালো লাগলো দ্রোহের কবিতা.......
।১৯ শে জুলাই, ২০১০ রাত ১:০৬
বিবেক সত্যি বলেছেন: ধন্যবাদ..
২০ ।২৭ শে জুন, ২০১০ বিকাল ৩:০১
শায়মা বলেছেন: বাপরে! ভয় পাইসি কবিতা পড়ে। ছবিটা খুব সুন্দর!
।১৯ শে জুলাই, ২০১০ রাত ১:০৭
বিবেক সত্যি বলেছেন: আপনার লেখা আমি পড়ি.. মন্তব্যের জন্য ধন্যবাদ...
২১ ।২৮ শে জুন, ২০১০ সকাল ৯:০৯
ভুদাই বলেছেন: আপাটার কি ভাগ্য !!!
।১৯ শে জুলাই, ২০১০ রাত ১:০৮
বিবেক সত্যি বলেছেন: হয়তো.. হয়তো না..
২২ ।৩০ শে জুন, ২০১০ সকাল ১১:২৬
আবু সালেহ বলেছেন: কঠোর পায়ে ক্রুদ্ধ দানব চলছে হেঁটে... বাগান হতে সব আগাছা ফেলবে ছেঁটে ! দারুন.............
।১৯ শে জুলাই, ২০১০ রাত ১:০৯
বিবেক সত্যি বলেছেন: ধন্যবাদ আবু সালেহ ভাই, আশা করি ভালো আছেন..
২৩ ।১৪ ই জুলাই, ২০১০ রাত ১২:৫০
সেতু জোহরা বলেছেন: আপাটার কি ভাগ্য!!! হিংসা হচ্ছে... তবুও আপাদের জন্য লিখলেও আমরা কিছু পড়তে পারি, এটাই সান্ত্বনা।
।১৯ শে জুলাই, ২০১০ রাত ১:৪৩
বিবেক সত্যি বলেছেন: তিনি এমনিতেই অনেক অনেক সৌভাগ্যবতী... :-) .. মন্তব্য করে আমাকেই ভাগ্যবান করেছেন.. আমি কৃতজ্ঞ ... আপনাকে ধন্যবাদ.. ভালো থাকুন...
২৪ ।১৬ ই জুলাই, ২০১০ রাত ১:৫৬
সুখী বাঙ্গালী বলেছেন: আপাকে বলছি, ভাইয়াটার লেখনি যেন থেমে না যায়।
।১৯ শে জুলাই, ২০১০ রাত ১:৩৩
বিবেক সত্যি বলেছেন: missed.. already stopped.. :-)
২৫ ।১৬ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:২৩
তারকা বলেছেন: বরদা! ব্লগ থেকে বের হয়ে গেছিলাম। হঠাত আপনাকে দেখে লগ ইন করতে বাধ্য হলাম। এতোটুকু সময় খেয়ে ফেলার জন্য আপনিই দায়ী। আপনার থেকে কিছুটা সময় পাওনা থাকল.........
।১৬ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩৬
বিবেক সত্যি বলেছেন: ব্যাপারটা কি ? আমি আছি.. সময় ও আছে.. দিবোনে..
২৬ ।২৪ শে জুলাই, ২০১০ ভোর ৬:১৩
ইসরা০০৭ বলেছেন: ভালো লাগলো।
।২৪ শে জুলাই, ২০১০ রাত ১১:২৩
বিবেক সত্যি বলেছেন: ভালো থাকুন..
২৭ ।২৪ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৩৪
কাঠফুল বলেছেন: কঠিন! তবে ভালো লাগা অনুভব করলাম মনে +++ ভালো থাকুন কবি, আপনাকে শুভেচ্ছা ...
।২৪ শে জুলাই, ২০১০ রাত ১১:২৪
বিবেক সত্যি বলেছেন: সময়টা কঠিন ছিলো, তাই... আপনি-ও ভালো থাকুন, কাঠফুল :-)
২৮ ।২৭ শে জুলাই, ২০১০ রাত ৯:৪৯
মুনিয়া বলেছেন: অনেক দেরিতে পড়লাম... অসাধারণ!
।০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৩:৪৫
বিবেক সত্যি বলেছেন: শুকরিয়া..
২৯ ।০৩ রা আগস্ট, ২০১০ রাত ১২:০২
ওমর নাসিফ বলেছেন: সত্যি বিবেক উঠছে কালের কন্ঠ ফুঁড়ে আপোষকামী সর্বহারার কবড় খুঁড়ে আঁধমরাদের চক্ষে জ্বেলে দ্রোহের আগুন ভষ্ম করে ঘূর্ণিবেগে উদ্বায়ী সব মূক আগাছা ঐকি আসে বিশ্বাসীদের প্রাপ্য ফাগুন? আপনার কাব্যের দ্রোহ সঞ্চালিত হইতেছে রন্ধ্রে রন্ধ্রে..টের পাইতেছেন মহাশয়? টুপি খুলিয়া রাখিলাম, এইবার আমার যাওয়ার সময় হইল আপনার কলম অগ্নিবর্ষণ করিতে থাকুক এই কামনায়...
।০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ১১:৩৯
বিবেক সত্যি বলেছেন: এমন মন্তব্যের জবাব দেবার মত যোগ্যতা আমার নাই!!!!!! দ্রোহটা অটুট থাকুক, ছড়িয়ে পড়ুক.. শুভেচ্ছা...
৩০ ।০৬ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৫৪
সাকিরা জাননাত বলেছেন: অনেক সুন্দর করে লিখেছেন। ভালো লাগলো +
।১৩ ই আগস্ট, ২০১০ সকাল ১০:০৫
বিবেক সত্যি বলেছেন: ধন্যবাদ.. ভালো থাকুন..
৩১ ।১৩ ই আগস্ট, ২০১০ সকাল ১০:১৮
রাজসোহান বলেছেন: দুর্দান্ত !
।১২ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:০৯
বিবেক সত্যি বলেছেন: থ্যাংকস..
৩২ ।১৫ ই আগস্ট, ২০১০ ভোর ৬:৫৬
উরা-ধুর০০৭ বলেছেন: জটিলসসসসসসসসসস ........... প্রথম বার পইরা কিসুই বুঝি নাই.......কিন্তু ২য বার পইরা নজরুলের "বিদ্রোহী" র কথা মনে পইরা গেলো......... অসম্ভবের শেকড় টেনে উপড়ে ফেলা_ রক্ত-চোখের দৃষ্টি কেড়ে পুতুল খেলা _ লোহার হাতে আগুন জ্বেলে- লালের আভা আপোষকামীর গলায় ছুড়ে হিংস্র থাবা সর্বহারার পিঠের কাছে দেয়াল ঠেকা বিলীন করে হাতের তালুর ভাগ্য-রেখা _ লাইন গুলা চরম.........
।১২ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:০৯
বিবেক সত্যি বলেছেন: ধন্যবাদ জনাব..
৩৩ ।০৫ ই নভেম্বর, ২০১০ সকাল ৯:০৩
লালসালু বলেছেন: আমার উচ্চতা পাঁচফুট এগার ইঞ্চি, তাও মাথার উপ্রে দিয়া গেছে।
।১৭ ই নভেম্বর, ২০১০ বিকাল ৫:৫৭
বিবেক সত্যি বলেছেন:
৩৪ ।২৩ শে ডিসেম্বর, ২০১০ ভোর ৬:৪৬
অ্যামাটার বলেছেন:
৩৫ ।২৪ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৫৯
অজন্তা তাজরীন বলেছেন: আবার পড়লাম।আবার ও ভাল লাগলো ।এবং প্রিয়তে।
No comments:
Post a Comment