একটা বোনের জন্য হাহাকার
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৪৬
আগে কখনও এই অনুভূতিটা তীব্রভাবে আসেনি...
ইদানীং মাঝে মাঝেই বুকটা ভিজে ওঠে । একটা বোন-আহা একটা বোন ! যদি থাকতো আমার...
হুমায়ুন আহমেদের উপন্যাসগুলোও বেশ জ্বালাচ্ছে আজকাল । আগে ওর উপন্যাসগুলো একবারের বেশি পড়তে পারতাম না । সেদিন আশাবরী পড়ে সত্যি-সত্যি অভিভূত হয়ে গিয়েছি । ফানিম্যান রন্জুটা মরেই গেলো শেষতক... ছোট বোনটার কি তীব্র শোক...
পুরো গল্পটার পাতায় পাতায় রঞ্জুর প্রতি ওর বোনের ভালোবাসা-আবেগ
একমুহূর্তের জন্যও আমাকে বইটা থেকে সরে আসতে দেয়নি...
ইদানীং মাঝে মাঝেই বুকটা ভিজে ওঠে । একটা বোন-আহা একটা বোন ! যদি থাকতো আমার...
হুমায়ুন আহমেদের উপন্যাসগুলোও বেশ জ্বালাচ্ছে আজকাল । আগে ওর উপন্যাসগুলো একবারের বেশি পড়তে পারতাম না । সেদিন আশাবরী পড়ে সত্যি-সত্যি অভিভূত হয়ে গিয়েছি । ফানিম্যান রন্জুটা মরেই গেলো শেষতক... ছোট বোনটার কি তীব্র শোক...
পুরো গল্পটার পাতায় পাতায় রঞ্জুর প্রতি ওর বোনের ভালোবাসা-আবেগ
একমুহূর্তের জন্যও আমাকে বইটা থেকে সরে আসতে দেয়নি...
৫০ টি
+১৬/-২
মন্তব্য (৫০) মন্তব্য লিখুন
।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১৩

বিবেক সত্যি বলেছেন: এখন পড়েন না ?
১ ।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৪৯

বিবেক সত্যি বলেছেন: 
২ ।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৫২

বিবেক সত্যি বলেছেন: 
৩ ।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৪

বিবেক সত্যি বলেছেন: 
৪ ।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৬

বজলু মহাজন বলেছেন: হ
৫ ।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৭

বজলু মহাজন বলেছেন: আমারই বইন নাইরে পাগলা। কষ্ট হয়।
।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১৬

বিবেক সত্যি বলেছেন: সত্যি...এ এক অন্যরকম অনুভব কী যাতনা বিষে..বুঝিবে সে কিসে.. অনেকটা সেরকম !
৬ ।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৭

বজলু মহাজন বলেছেন: আমারও
৭ ।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৯

আবূসামীহা বলেছেন: আমারো কোন বইন নাই।
৮ ।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:০৭

মুকুট বলেছেন: আমারো বইন নাইরে ভাই, মনে হলে বুকটা ফেটে যায়! 

৯ ।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১৫

ইছামতীর পাড়ে বলেছেন: আহা! আপনাদের দুঃখ দেখলে মনে হয় আমি কত বড় ভাগ্যবান! আমার দুইজন আছে। মা'শাআল্লাহ্।
।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১৮

বিবেক সত্যি বলেছেন: আপনার বড় না ছোট ?
১০ ।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১৮

ফারজানা১৬ বলেছেন: একি হাহাকার!!
আচ্ছা, আজকে থেকে বিবেক সত্যি, আবু সামিহা, ক্রাউন তিনজনকেই ভাইয়া ডাকব। হয়তো সত্যি বোন হতে পারবনা, তারপরো নাহয় নেট-বোন হলাম। যদি অনুমতি দেন আরকি! কিন্তু বজলু মহাজন আমার মহাজন কাকু! 


।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:২৩

বিবেক সত্যি বলেছেন: 





পেয়েছি রে... বোন পেয়েছি... আল্লাহ মজলুমের(!) হাহাকার শুনছেন
আল্লাহ, তুমি বড়ই মেহেরবান..








১১ ।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:২১

আবূসামীহা বলেছেন: হ্যাঁ ফারজানা আমার বোন হয়ে যাও। ধন্যবাদ হতে যাওয়ার জন্য। আল-হামদুলিল্লাহ্, এরকম বোন পাওয়ার জন্য।
১২ ।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:২২

উম্মু আবদুল্লাহ বলেছেন: নারে। এখন আর পড়া হয় না। যে বয়সে আবেগ একটু বেশী থাকে সেই বয়সে হয়মায়ূন পড়তে ভাল লাগে। এখনের রুচি অনেকটাই বদলে গেছে।
।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:২৬

বিবেক সত্যি বলেছেন: হুমমম... বনফুলের "পাঠকের মৃত্যু"..
১৩ ।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:২৫

প্রচেত্য বলেছেন: এই পোষ্টটা আমার কিন্তু আপনার জন্য একটি বোনের জন্য বাবার কাছে সে কি আকুতি !
।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৫

বিবেক সত্যি বলেছেন: আপনার মত ভালো লেখক নই, তাই গুছিয়ে লিখতে পারিনি.. অসাধারন ভাবে তুলে ধরেছেন আপনার অনুভূতিগুলো..
১৪ ।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:২৬

মুকুট বলেছেন: ফারজানা১৬ , অসংখ্য ধন্যবাদ, বোন হবার জন্য! ভালো থেকো আপু!
১৫ ।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:২৮

ফারজানা১৬ বলেছেন: হি হি! বোন তো পেয়েছেন, বোনের শয়তানী সহ্য করতে পারবেন তো? সব বোন কিন্তু ভাল নয়! আর আমিতো ভাল হওয়ার প্রশ্নই উঠেনা!
এক্টাই জীবন, ভাল থেকে বোর হয়ে যেতে চাইনা! এখনো সময় আছে, আগে ভাল করে ভেবে দেখেন! আবু সামিহা আর বিবেক ভাইয়া, হুহু, পরে দিয়ে পস্তাবেন কিন্তু! 


।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৩

বিবেক সত্যি বলেছেন: পারুম..পারুম.. ফারজানা আপা, তুমি আমার সাথে কি আর শয়তানি করবা.. বড়জোর আমার পোষ্টে নেগেটিভ মার্কিং দেবা অথবা উল্টাপাল্টা কমেন্ট মারবা
.. প্রমিজ করলাম.. আমি কিছু মনে করুম না..
আমার পোষ্ট তোমার যাবতীয় এক্সপেরিমেন্টের জন্য ফ্রি করে দিলাম..



।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৪

বিবেক সত্যি বলেছেন: 

১৬ ।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:২৯

ফারজানা১৬ বলেছেন: ইম্মা, ক্রাউন ভাইয়াও রাজী! আজকে কার মুখ দেখে উঠেছিলাম? উমমম, আম্মার মুখ দেখে! 

১৭ ।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৬

মুকুট বলেছেন: বোনের শয়তানী সহ্য কেন করতে পারব না? বোনের শয়তানী তো আর শয়তানী না এটা এক ধরনের দুষ্টামি>>>> যা না থাকলে ভাই-বোনের সম্পর্ক গাঢ় হয় না!
১৮ ।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৭

ফারজানা১৬ বলেছেন: ধইন্যাপাতা ক্রাউন ভাইয়া, মুফতে ভাই পাওয়া হল লাক! আমি অবশ্য এমনিতেই অনেক লাকী গন্য করি নিজেকে। (স্রষ্টার অশেষ রহমত)।
১৯ ।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫১

এই আমি মীরা বলেছেন: হি হি হি... আমার বোনও আছে, ভাইও আছে। 

।
১২ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৩

বিবেক সত্যি বলেছেন: অন্যের দুঃখে হাসা ঠিক নয়.. /#
২০ ।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৫

মুকুট বলেছেন: ধন্যবাদ ফারজানা আপুজান! আমিও অবশ্য এমনিতেই অনেক লাকী।(আল্লাহর অশেষ রহমত)।
।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০৮

বিবেক সত্যি বলেছেন: ক্রাউন ভাইজান, তাইলে ফারজানা সূত্রে আপনি আমার ভাই..

২১ ।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৯

ফারজানা১৬ বলেছেন: মীরা, আমার মনে হয় তোমাদের সংখ্যা আর আমাদের সংখ্যা সমান সমান! আর ক্রাউন ভাইয়া, আপনিতো অবশ্যই লাকী, আমার মত বোন না হলে পেতেন নাকি? 

২২ ।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০১

ফারজানা১৬ বলেছেন: বিবেক ভাইয়া, উমম, পোষ্ট পছন্দ না হলে, বিষয়বস্তুর সাথে একমত নাহলে মাইনাস যে দিব, তাতে কোনো সন্দেহ নাই কিন্তু! হুম! (থ্রেট!) 

।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০৬

বিবেক সত্যি বলেছেন: হা হা হা.. তা তো মারবাই আপু.. আমি তো বলছিই.. পোষ্ট পছন্দ হইলেও নেগেটিভ মাইরো.. (মনে হচ্ছে আমার সাথে শয়তানীতে তুমি পারবানা
)

২৩ ।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:১২

ফারজানা১৬ বলেছেন: হিহি! সে সময়ে দেখা যাবে। কাল এক্সাম আছে, আজকে যাই।
।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:২৩

বিবেক সত্যি বলেছেন: কাল এক্সাম ! আর তুমি এখনও এখানে...
যাও ভাগো... কি আশ্চর্য...

২৪ ।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:১৫

মুকুট বলেছেন: হুম! আমরা ভাই ভাই ! বিবেক ভাই!
২৫ ।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৩৪

বুড়া শাহরীয়ার বলেছেন: আমরা ৬ ভাই বোন; ৩ -৩ ...........কস্ট হয় আমার ছেলের জন্য সে একা।
।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৩

বিবেক সত্যি বলেছেন: একটা বোন এনে দেন ওকে... তানাহলে এরকম পোষ্ট করে বসবে একদিন..
২৬ ।
১২ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৪

প্রচেত্য বলেছেন: সত্যি বলতে আমি একজন বোনের জন্য খুব মিস করি
২৭ ।
১৩ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:০২

কণা বলেছেন: বাহ! একটা বোনও পেয়ে গেছেন দেখছি 

।
১৩ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৫

২৮ ।
১৩ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১১

মুনিয়া বলেছেন: ভালই তো... এখান থেকে দেখছি ভাই বোন পেয়ে যাচ্ছে অনেকে....
২৯ ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৫৫

সোহায়লা রিদওয়ান বলেছেন: আমার ভাইরা আমাকে বলেঃ তুমি একটা "পেইন" ! আমি তাদের একমাত্র বোন !কোন পাত্তাই দেয়না ! 

।
০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ২:৫২

বিবেক সত্যি বলেছেন:
... বিয়ের পরে যখন দূরে চলে যাবেন , তখন ওরা মজাটা বুঝবে ...

৩০ ।
২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১:১৭

তারিক রিদওয়ান বলেছেন: আমারও বোন নেই, বোন না থাকার যে কি কষ্ট!!!! তা কেবল আমিই বুঝি!!! আল্লাহ বুঝেন কিনা জানিনা, বুঝলে তো আমাকে আর বোন ছাড়া রাখতেন না...... :-((
৩১ ।
২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১:২৩

আট আনা বলেছেন: আমার ২ টা বোন আছে, বড়। কলেজ যাওয়ার আগ পর্যন্ত ওই ২ টা আমার লাইফ হেল কইরা দিসিল। তবে ছোট একটা ভাই/বোন থাকলে ভালই হত।
৩২ ।
২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৩

জনৈক আরাফাত বলেছেন: আমার বোন নেই। ভাইও নেই!
৩৩ ।
১১ ই মে, ২০০৯ সকাল ৭:৩৮

সোহায়লা রিদওয়ান বলেছেন: এখনো হাহাকার ... ?? মাঝে মাঝেই বুকটা ভিজে ওঠে ??...... এখনো ?? নাকি শখ মিটে গিয়েছে ?!!!! :-)
।
১৩ ই মে, ২০০৯ রাত ৮:০৯

বিবেক সত্যি বলেছেন: (:=D)
৩৪ ।
২২ শে মে, ২০০৯ রাত ১২:৫৭

তারিক রিদওয়ান বলেছেন: আমার এখন ৪টা আপ্পি !!!!!!! 

৩৫ ।
১২ ই অক্টোবর, ২০১০ রাত ৯:০৩

শর্মী বলেছেন: আমার ভাই ২টা আমাকে দেখতেই পারে না
আহারে বোনেদের মর্ম কজনেই আর বোঝে!!!

No comments:
Post a Comment