পেন-ড্রাইভ পোর্ট বন্ধ রাখতে পারেন না কে কে ? (এক্সপি টিপ্স)
০৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১৫
আপনার অজান্তে আপনার পিসিতে কেউ ভাইরাস ঢুকাতে পারবে না..(ক্লোজআপহাসি) (ক্লোজআপহাসি)
Desktop এ My Computer এর উপর মাউসের রাইট-ক্লীক করে properties এ যান..
->Hardware
->Device Manager
->Universal Serial Bus Controllers এর পেছনের + সাইনে ক্লিক করুন
->(নিচের দিকে) USB Root Hub এর ওপর মাউসের রাইট ক্লীক করে Disable এ ক্লিক করুন
->দেড় সেকেন্ড অপেক্ষা করে system properties টাকে কেটে দিন..
Desktop এ My Computer এর উপর মাউসের রাইট-ক্লীক করে properties এ যান..
->Hardware
->Device Manager
->Universal Serial Bus Controllers এর পেছনের + সাইনে ক্লিক করুন
->(নিচের দিকে) USB Root Hub এর ওপর মাউসের রাইট ক্লীক করে Disable এ ক্লিক করুন
->দেড় সেকেন্ড অপেক্ষা করে system properties টাকে কেটে দিন..
২০ টি +১১/-৪
মন্তব্য (২০) মন্তব্য লিখুন
১ ।০৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২২
মনের কথা বলেছেন: আমার একটা সমস্যা হয়েছে, যদি সাহায্য করতে পারেন উপকৃত হব। আমার নতুন পেন ড্রাইভ ২০ দিন ভালই কাজ করল। হঠাৎ কি হল-যেই মেশিনে ঢোকাই বলে ফাউন্ড নিউ হার্ডওয়ার তার একটু পরেই বলে হার্ডওয়ার নট রেকগনাইজড। মজার ব্যাপার যেই মেশিনে কোন দিন এটা ঢোকানো হয়নি সেটাতে প্রথম বার ঠিকঠাক কাজ করে কিন্তু দ্বিতীয় বার যেই কে সেই। আমি ফুল ফরম্যাটও করেছি তাও হয়নি। কি করি উপায় ? ফেলে দেব?
২ ।০৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৮
৩ ।০৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩০
মোঃ জাকারিয়া চৌধুরী বলেছেন: এটা আমার খুব প্রয়োজন ছিল। ধন্যবাদ। ৫
৪ ।০৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩১
৫ ।০৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩১
অদ্ভুত ভালবাসা বলেছেন: তবে যারা usb তে মডেম বা ল্যান কার্ড ইউস করেন তারা এই টিপস ফলো কইরেন না, নেট ডিসকানেক্ট হয়ে যাবে
৬ ।০৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩৫
বিবেক সত্যি বলেছেন: @ মনের কথা ওয়ারেন্টি আছে কিনা ? তাইলে পাল্টায়া আনেন, আমার ১-গিগাটা ১ মাস পর পাল্টায়া আনছি? এখন একটা লাইফ-টাইম ওয়ারেন্টি দিছে.. -কেউ পারলে মনের কথাকে সাহায্য করুন..
৭ ।০৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩৮
বিবেক সত্যি বলেছেন: @অদ্ভুত ভালবাসা ছবিটা দেখেন, ওখানে ৫ টা(একাধিক) পোর্ট আছে, আপনার যেকয়টা দরকার রেখে বাকিগুলো বন্ধ রাখুন
৮ ।০৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৪৭
অদ্ভুত ভালবাসা বলেছেন: আমার এখানে একটাই দেখাচ্ছেরে ভাই
৯ ।০৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৫৬
মনের কথা বলেছেন: ধন্যবাদ, বিবেক সত্যি।
১০ ।০৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৫৭
বিবেক সত্যি বলেছেন: আহারে ! তাইলে ... কিমজা অদ্ভুত ভালবাসার থেইক্কা ফাও ফাও থ্যংকস পাইলাম
১১ ।০৫ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:১৬
বিবেক সত্যি বলেছেন: Welcome @ মোঃ জাকারিয়া চৌধুরী এবং মনের কথা
১২ ।০৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:৩২
নাজিরুল হক বলেছেন: আমিও তো USB ল্যান দিয়ে (wireless) নেট চালাচ্ছি।
১৩ ।০৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:০৪
ছায়ার আলো বলেছেন: ধন্যবাদ
১৪ ।০৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৭
শিবলী বলেছেন: বাচাইলেন ৫
১৫ ।০৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:১৩
বিবেক সত্যি বলেছেন:
১৬ ।০৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:২৮
চতুরভূজ বলেছেন: ৫ ধন্যবাদ, কাজে লাগল।
১৭ ।০৭ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:৪৭
বিবেক সত্যি বলেছেন: কাজে লাগলো শুনে ভালো লাগলো, অবশ্য অদ্ভুত ভালবাসারটাও ...
১৮ ।২৯ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪৩
বিবেক সত্যি বলেছেন: Click This Link
১৯ ।০২ রা নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৯
রেজাউল করিম (রকি) বলেছেন: এইডা জানতুম,তবুও ডাবল পিলাস++
No comments:
Post a Comment